ইউনিভার্সাল কিবোর্ড

 ইউনিভার্সাল কিবোর্ড

 ইউনিভার্সাল কিবোর্ড সফটওয়্যার ‘ইউবোর্ড’  বাংলা ভাষা তথা দেশের সব ভাষার সব লিপির সব লেআউটের জন্য প্রথমবারের মতো একটি ইউনিভার্সাল কিবোর্ড ডেভেলপ করা হয়েছে। যার ফলে বাংলাসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষাগুলো কম্পিউটারে মান অনুসরণ করে নির্ভুলভাবে লেখা যাবে। বাংলাদেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষাগুলোর অধিকাংশ খুব স্বল্প পরিসরে তথ্য প্রযুক্তির জগতে ব্যবহৃত হয়। অধিকাংশ ক্ষেত্রেই ভাষার মানসম্পন্ন ডকুমেন্টশন, রিসোর্স ও ম্যাটেরিয়াল নেই। এই শূন্যতা দূরীকরণের জন্য এই কিবোর্ড ডেভেলপ করা হয়েছে। 

 প্রাথমকিভাবে প্রকল্পের আওতায় চারটি ভাষায় কম্পোজ করা যাবে এই কিবোর্ড ব্যবহার করে। ভাষাগুলো হলো সাঁওতাল, মারমা, ম্রো, চাকমা। এই কিবোর্ডে ব্যবহারকারীরা নিজেরাই ভাষা ও লেআউট যুক্ত করতে পারবে। ফলে লো-রিসোর্স বা জিরো-রিসোর্স ভাষাগুলো কম্পিউটারে ব্যবহার পথ তৈরি হচ্ছে।   বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান শর্ত বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিসরে নেতৃস্থানীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। প্রত্যাশা যে, বাংলা ভাষা সমৃদ্ধকরণ ও শক্তিশালীকরণ এর ক্ষেত্রে উপরিল্লিখিত সফটওয়্যারগুলো জনগণ, সরকারি ও বেসরকারি পর্যায়ে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *