Meeting with Unicode Secretary at ICANN64, Kobe
Bangla Langauge Panel

ইউনিকোড ও সিএলডিআর
ইউনিকোড হলো লিপিসমূহের কম্পিউটারে ব্যবহার করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সর্বগ্রাহ্য মান। এই মান্ নির্ধারণ করে ইউনিকোড কনসোর্টিয়াম, যা তথ্যপ্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে । এ কম্পোনেন্টের মাধ্যমে বাংলাদেশের পক্ষে বাংলা ভাষা ও অন্যান্য ভাষার মান নিধারণে সকল প্রকার সমর্থন প্রদান করা হবে। বাংলা ছাড়াও বাংলাদেশের অন্যান্য ভাষার ইউনিকোড মানের সম্ভাব্য যাচাই, প্রণয়ন ও প্রকাশ করা হবে এই কম্পোনেন্টের মাধ্যমে।
সিএলডিআরর হলো একটি দেশের সাংস্কৃতিক ও ভাষিক তথ্য বিষয়ক ভাণ্ডার, এই ভান্ডার মূলত কোম্পানিসমূহ তাদের সফটওয়্যারের আন্তর্জাতিকায়নে ও স্থানীয়করণে ব্যবহার করে থাকে। বাংলা ভাষার ক্ষেত্রেও এই কম্পোনেন্টের মাধ্যমে সিএলডিআর উন্নয়ন করা হবে। একই সঙ্গে এর মাধ্যমে ইউনিকোড ও সিএলডিআর প্রমিতকরণ, জমাকরণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।