বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে এই প্রকল্পের অধীনে টেক্সট করপাস, ট্রিব্যাংক করপাস, ইরর করপাস, সেন্টিমেন্ট ডেটাসেট, কম্পিউটার কম্পোজ, হ্যান্ডরাইটিং, ডায়নামিক হ্যান্ডরাইটিং,টাইপরাইটার ও লেটারপ্রেস টেক্সটের ইমেজ ডেটাসেট, স্পিচ করপাস, ম্যাশিন ট্রান্সলেশনের জন্য ১০ টি ভাষার অ্যালাইন করপাস, এথনোলিংগুয়িসটিক্যাল স্পিচ ডেটাসেট, এবং একটি মোশন সাইন ও জেসচার সাইন ল্যাংগুয়েজ ডেটাসেট তৈরির কাজ চলমান। বাংলাদেশের ছাড়াও বিশ্বের সকল গবেষকগণ এইসব আন্তর্জাতিক মানের ডেটাসেট ব্যবহার করে গবেষণা চালাতে পারবেন প্রযুক্তিগুলোকে আরো বিকশিত করতে।
Category:
FAQ