বাংলা সাইন ল্যাংগুয়েজ রিকগনিশন সিস্টেম এই অ্যাপ্লিকেশনটি ইশারা ভাষাভাষীর হাত, আঙুল, মুখ ও অন্যান্য সংশ্লিষ্ট অংশ শনাক্ত করে তা প্রচলিত বাংলায় রূপান্তর করবে। অর্থাৎ কোনো একজন ইশারা ভাষার বক্তা কী বলছেন, তা প্রচলিত বাংলায় রূপান্তর করে দেখাবে এই সিস্টেমটি। ইশারা ভাষার ব্যবহারকারীর জন্য এই সফটওয়্যারটি বিপ্লব বয়ে আনবে। তঁাদের জন্য বিশেষ কিছু ক্ষেত্র যেমন, চিকিৎসার সময় ডাক্তারের সঙ্গে, পুলিশের সঙ্গে ঘটনা বর্ণনায় বা কথোপকথনে যোগাযোগের সীমাবদ্ধতা আর থাকবে না।
যেভাবে কাজ করবে সফটওয়্যারটি • ব্যবহারকারী ল্যাপটপ বা মোবাইলের ক্যামেরার মাধ্যমে নিজের ইশারা ভাষার ছবি বা ভিডিও-স্ট্রিম িরয়েল-টাইম ধারণ করবে বা করতে থাকবে। • রিকগনিশন সিস্টেমে চলমান ছবি থেকে আঙুল, হাত আর মুখের অঙ্গভঙ্গি চিহ্নিত করবে কম্পিউটার ভিশন প্রযুক্তির মাধ্যমে এবং বাংলা ইশারা ভাষার সম্পূরক ভাষা ‘সাইন সাপোর্টেড বাংলা’য় রূপান্তর করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে। • এরপর, ‘ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং’ এর মাধ্যমে সাইন সাপোর্টেড বাংলাকে প্রমিত ও প্রচলিত বাংলার ইউনিকোডে অর্থাৎ লিখিত বাংলা ভাষায় রূপান্তর করবে।