বাংলা স্পেল চেকার

‘সঠিক’ নামের এই বানান পরীক্ষক ও সংশোধক সফটওয়্যারটির ডেল্টা ভার্সন প্রকাশিত হয়েছে। এটি  বাংলা শব্দ, বাক্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সম্পাদনা করার সফটওয়্যার। এ  কেবল ভুল বানান চিহ্নিত করবে তা নয়, বরং স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের পরামর্শ দেবে।  সফটওয়্যারটি বিভিন্ন ধরনের ইরর যেমন, নন-ওয়ার্ড  ইরর, রিয়েল ওয়ার্ড ইরর চিহ্নিত করতে পারে।

বাংলা ওসিআর

বর্ণ’ ওসিআর সফটওয়্যারটির সাহায্যে পিডিএফ বা ছবিতে থাকা অপরিবর্তনযোগ্য বাংলা লেখাকে এডিটেবল টেক্সটে রূপান্তর করা যায়। ওসিআর হলো ছবি হিসেবে থাকা কোনো ডকুমেন্টের লেখাকে সার্চেবল  ও এডিটেবল লেখায় রূপান্তর করা। বর্ণ ওসিআর এর সাহায্যে পিডিএফ, জেপিজি, পিএনজি, ফাইলে ছবি আকারে থাকা বাংলা লেখাকে কম্পোজকৃত লেখার অনুরূপ এডিটেবল টেক্সটে রূপান্তর করা যায়।

সেন্টিমেন্ট অ্যানালাইসিস

জনমত অ্যাপ্লিকেশনটি বাংলা টেক্সটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে, যাতে ইনপুট হিসেবে কোনো বাক্য, অনুচ্ছেদ, ডকুমেন্ট দিলে তার বক্তব্য ইতিবাচক, নেতিবাচক না নিরপেক্ষ- তা জানা যাবে। এর মাধ্যমে বিভিন্ন টেক্সট, ওয়েবসাইটের মন্তব্য ও ফিডব্যাক বিশ্লেষণ, বাজার-জরিপ, জনমত জরিপ করা, নির্বাচন উত্তর জনমত যাচাই দ্রুত করা যাবে।

বাংলা ভয়েস টু টেক্সট

বাংলা স্পিচ টু টেক্সট অ্যাপ্লিকেশনটির নাম ‘কথা’। এটি প্রমিত স্পষ্ট বাংলা উচ্চারণকে লেখায় রূপান্তর করতে পারে। ক্রমে এর মধ্যে আঞ্চলিক প্রভাবিত বাংলার সক্ষমতা যুক্ত করা হবে। বর্তমানে অ্যাপ্লিকেশনটির ইন্টারনাল টেস্টিং চলছে। শীঘ্র উন্মুক্ত করা হবে।

বাংলা ন্যাশনাল করপাস

বাংলা ভাষার জন্য ইলেকট্রনিক টেক্সটের একটি তথ্যভাণ্ডার  হিসেবে জাতীয় করপাস তৈরির কাজ চলছে। প্রযুক্তি জগতে বাংলা ভাষার বৃহত্‌ তথ্যভাণ্ডার এই ন্যাশনাল করপাস। এর কাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে বাংলা প্রযুক্তি জগতে বিপ্লব বয়ে আনবে বলে আশা করা যায়।

 

বাংলা ফন্ট কনভার্টার

রূপান্তর নামের এই অ্যাপ্লিকেশনটি মূলত বাংলা এনকোডিংয়ের ডায়নামিক ম্যাপিং সিস্টেম। এর মাধ্যমে পুরনো সব বাংলা এনকোডিং সিস্টমকে ইউনিকোডে রূপান্তর করা যায়। ওয়েব অ্যাপ্লিকেশন ছাড়াও এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন রয়েছে। 

নৃগোষ্ঠী ভাষা ডিজিটাইজেশন

বাংলাদেশের ৪০টি ভাষার ডেটা সংগ্রহের মাধ্যমে ভাষা আর্কাইভ গড়ে তোলা হচ্ছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশে ব্যবহৃত বহু বিপন্ন ভাষাকে বৈজ্ঞানিকভাবে সংরক্ষিত করা যাচ্ছে। ইতোমধ্যে ২৬টি ভাষার ডেটা সংগ্রহ শেষ হয়েছে।

বাংলা ভার্চুয়াল অ্যাসিসটেন্ট

একটি চ্যাটবটের মাধ্যমে  সার্ভিস প্রদান করবে কিন্তু এর পেছনে একটি শক্তিশালী ইনফরমেশন রিট্রাইভাল সিস্টমে  থাকছে। এটি সাধারণ কথাবার্তা যেমন সম্ভাষণ, বিদায় বিষয়ে ডায়ালগ চালিয়ে যেতে পারবে এবং নির্দিষ্ট কিছু সরকারি সার্ভিস/ ডোমেইনের তথ্য দিতে ভূমিকা রাখবে।

ইউনিভার্সাল কিবোর্ড সফটওয়্যার ‘ইউবোর্ড’ 

বাংলা ভাষা তথা দেশের সব ভাষার সব লিপির সব লেআউটের জন্য প্রথমবারের মতো একটি ইউনিভার্সাল কিবোর্ড ডেভেলপ করা হয়েছে। যার ফলে বাংলাসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ভাষাগুলো কম্পিউটারে মান অনুসরণ করে নির্ভুলভাবে লেখা যাবে। 

সার্চ ইঞ্জিন সমুদ্র

বাংলা বিশাল করপাসের ওপর ভিত্তি করে প্রস্তুত হচ্ছে নতুন জেনারেশনের বাংলা সার্চইঞ্জিন ‘সমুদ্র’। সমুদ্র হলো একটি ইকোসিস্টেম যা মূলত একটি ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি রিয়েল-টাইম শক্তিশালী ওয়েব-ক্রলার যা প্রতিনিয়ত ওয়েব থেকে ডেটা সংগ্রহ করতে পারে। 

স্ক্রিন রিডার 

স্ক্রিন রিডার হল এমন সফ্টওয়্যার প্রোগ্রাম যা দৃষ্টি প্রতিবন্ধী ব্যবহারকারীদের কম্পিউটার স্ক্রিনে স্পিচ সিন্থেসাইজারের সাহায্যে কম্পিউটার ব্যবহার করতে সহায়তা করে। একটি স্ক্রিন রিডার হল কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এর অ্যাপ্লিকেশন এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস।  

বাংলা সাইন ল্যাংগুয়েজ রিকগনিশন সিস্টেম  

এই অ্যাপ্লিকেশনটি ইশারা ভাষাভাষীর হাত, আঙুল, মুখ ও অন্যান্য সংশ্লিষ্ট অংশ শনাক্ত করে তা প্রচলিত বাংলায় রূপান্তর করবে। অর্থাৎ   কোনো একজন ইশারা ভাষার বক্তা কী বলছেন, তা  প্রচলিত বাংলায় রূপান্তর করে দেখাবে এই সিস্টেমটি। ইশারা ভাষার ব্যবহারকারীর জন্য এই সফটওয়্যারটি বিপ্লব বয়ে আনবে।

 বাংলা ডেটা ড্রাইভেন অভিধান

  এই অভিধানটি প্রথম কম্পিউটার জেনারেটেড এবং হিউম্যান ভ্যালিডেটেড অভিধান। ডেটা ড্রাইভেন অভিধানটির শব্দগুলো করপাস  ও সংশ্লিষ্ট টুল থেকে আসবে। অন্তত দুইলাখ ইউনিক শব্দ এই সম্পাদিত অভিধানে প্রকাশ করা যাবে। যেমন, সমার্থক শব্দগুলো আসবে ওয়ার্ডনেট থেকে। অভিধানের শব্দগুলো সুসম্পাদিত হবে।

এই কম্পোনেন্টটির মাধ্যমে এই প্রকল্পের সবগুলো সার্ভিস সংযুক্ত থাকবে। কোনো সাধারণ ব্যবহারকারী এই প্লাটফর্মের ফ্রন্টএন্ড গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে সহজে বাংলা ভয়েস-টেক্সট-ইমেজ সংক্রান্ত সব সুবিধা পাবে। ফলে এই কম্পোনেন্টকে সংক্ষেপে বলা যায়, ইন্টিগ্রেটেড সার্ভিস প্লাটফর্ম।

 

 আইপিএ কনভার্টার 

আইপিএ দ্বারা উচ্চারিত প্রায়ই সব ধ্বনির লিখিত রূপকে প্রকাশ করা যায়।  ভাষাবিজ্ঞানীসহ বিদেশি ভাষার ছাত্র শিক্ষক, স্পিচ প্যাথলজিস্ট, গায়ক, অনুবাদক আইপিএ ব্যবহার করে থাকে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলা ইউনিকোড টেক্সটকে আইপিএতে রূপান্তর করা যায়।এই কনভর্টার তৈরির ফলে দ্রুত বাংলা ভাষার উচ্চারিত রূপকে আন্তর্জাতিক মান অনুসারে লেখা যাবে।

টেক্সট টু সাইন পাপেট 

বাংলা ভাষাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে ইশারা ভাষায় রূপান্তর করে এনিমেটেড পাপেট হিসেবে দেখাবে ‘টেক্সট টু সাইন পাপেট’ (টিটুএসপি) মডিউল। মূলত দৈনিক সংবাদ, রোড সাইন, নোটিশ বোর্ড, এয়ারপোর্ট নির্দেশনা প্রভৃতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে বোধগম্য করার জন্য এই মডিউলটি উপকারে আসবে। কোনো ব্যক্তির কাছে ইশারা ভাষা সহজবোধ্য না হলে এই পাপেটের মাধ্যমে যোগাযোগ করা  সম্ভব হবে।