জনমত

পাবলিক সেন্টিমেন্ট অ্যানালাইসিস

জনমত অ্যাপ্লিকেশনটি বাংলা টেক্সটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে, যাতে ইনপুট হিসেবে কোনো বাক্য, অনুচ্ছেদ, ডকুমেন্ট দিলে তার বক্তব্য ইতিবাচক, নেতিবাচক না নিরপেক্ষ- তা জানা যাবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন টেক্সট, ওয়েবসাইটের মন্তব্য ও ফিডব্যাক বিশ্লেষণ করা যায়। ফলে এর মাধ্যমে দ্রুত বাজার-জরিপ, জনমত জরিপ করা, নির্বাচন উত্তর জনমত যাচাই দ্রুত করা যাবে। এই কম্পোনেন্টের আরেকটি অ্যাপ্লিকেশন/ সার্ভিস হলো ইমোশন অ্যানালাইসিস বা বাংলা টেক্সটের অনুভূতি বিশ্লেষণ। এর মাধ্যমে একটি টেক্সটের অনুভূতি যেমন হাসি, আনন্দ, রাগ প্রভৃতি জানা যাবে। এর ফলে ভার্চুয়াল জগতে প্রকাশিত কোনো বিষয় নিয়ে  জনমানুষের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে অতিরিক্ত ফিচার হিসেবে ক্রলার এবং সেন্টিওয়ার্ড টুলস সংযুক্ত রয়েছে। সফটওয়্যারটির ইন্টিগ্রেডেড সার্ভিস www.sentiment.bangla.gov.bd লিংক থেকে পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটির ব্যবহারের প্রধান তিনটি ক্ষেত্র  ক. স্যোশাল মিডিয়ায় লিখিত হাজার হাজার কমেন্টের* বিশ্লেষণ  খ. দৈনিক বা সাপ্তাহিক দেশের সংবাদ বিশ্লেষণের মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয়ের ট্রেন্ড বা গতি-প্রকৃতি বোঝা  গ. পণ্য বা সেবার জন্য বাজার জরিপ বা নির্বাচন উত্তর জনমত জরিপ  

সেন্টিমেন্ট অ্যানালাইসিস অ্যাপ্লিকেশনটি  বাংলা মন্তব্য, সংবাদ বা যেকোনো লেখা বিশ্লেষণ করে বলতে পারে লেখাটির বক্তব্য ইতিবাচক, নেতিবাচক না নিরপেক্ষ। সঙ্গে সঙ্গে এর মাধ্যমে প্রকাশিত অনুভূতি বের করা যায়। ‌কোনো একটি লেখায় আনন্দ, ভয়, রাগ, দুঃখ, বিরক্তি, বিস্ময়-কোনটি প্রাধান্য পেয়েছে তাও বের করে দেয়। সেন্টিমেন্ট অ্যানালাইসিস অ্যাপ্লিকেশনটি স্যোশাল নেটওয়ার্ক সাইটের বাংলায় লেখা মন্তব্য, ইকর্মাস সাইটের রিভিউ / কমেন্ট প্রভৃতি লেখা বিশ্লেষণ করে বলতে পারে লেখাটির বক্তব্য ইতিবাচক, নেতিবাচক না নিরপেক্ষ। এই সফটওয়্যারটি  কোনো টপিক যেমন  শেয়ারবাজার,  দুর্ঘটনা,  দুর্নীতি,  লঞ্চডুবি, রাস্তা-অবরোধ প্রভৃতি  টপিকের মাধ্যমে মাসিক, সাপ্তহিক  ট্রেন্ড বা প্রবাহ বিশ্লেষণ করে রিপোর্ট প্রকাশ করতে পারে বা পারবে।  প্রতিদিনের বা প্রতি সপ্তাহের সংবাদের বা মন্তব্যের গতিপ্রবাহ  প্রতিবেদন আকারে সরকারের সংশিষ্ট দপ্তরে বা এজেন্সিতে প্রেরণ করা যায় এর মাধ্যমে।  দেশে প্রতিদিন প্রকাশিত মিডিয়ার সংবাদগুলোকে ক্রল করে সংগ্রহ  করছে এবং ভালো, খারাপ, নিরপেক্ষ এমন  তিন শ্রেণিতে ভাগ করে  ফল প্রকাশ করতে পারে। *ফেইসবুক বা ইউটিউবের   কমেন্ট  সংগ্রহ  এক্সেস টোকেনের মাধ্যমে করতে হবে।