নতুন প্রজন্মের বাংলা সার্চইঞ্জিন বাংলা বিশাল করপাসের ওপর ভিত্তি করে প্রস্তুত হচ্ছে নতুন জেনারেশনের বাংলা সার্চইঞ্জিন ‘সমুদ্র’। সমুদ্র হলো একটি ইকোসিস্টেম যা মূলত একটি ইনফরমেশন রিট্রাইভাল সিস্টেম। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি রিয়েল-টাইম শক্তিশালী ওয়েব-ক্রলার যা প্রতিনিয়ত ওয়েব থেকে ডেটা সংগ্রহ করতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন আর্কাইভ, লাইব্রেরি তথা টেক্সচুয়াল রিপোজিটরি বা সংগ্রহশালাগুলোকে ম্যানুয়ালি যুক্ত করার ক্ষমতা নিয়ে সিস্টেমটি প্রস্তুত হচ্ছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন জেনারেশনের এই সার্চইঞ্জিন একই সঙ্গে বাংলাভাষার নলেজবেইজে পরিণত হবে। আশা করা যাচ্ছে, এই সার্চইঞ্জিন বা রিট্রাইভাল সিস্টেমের মধ্যে ভার্চুয়ালি উন্মুক্ত তথ্য ছাড়াও অফলাইনে থাকা ভাণ্ডার যুক্ত করা যাবে। দেশের সকল সরকারি আর্কাইভ ও প্রতিষ্ঠান যুক্ত হয়ে একটি শক্তিশালী নলেজবেইজ তৈরি হবে। ফলে বাংলা ভাষার তথ্য ব্যবস্থাপনা নিজস্ব প্রযুক্তিতে সম্পাদন করা যাবে।