ম্যাশিন ট্রান্সলেশন

 ম্যাশিন ট্রান্সলেশন

যান্ত্রিক অনুবাদের মাধ্যমে সাধারণত তথ্যমূলক বাক্যগুলো স্বয়ংক্রিয়ভাবে  সহজে অনুবাদ করা যায়। এই ধরনের অনুবাদকের মাধ্যমে তথ্যমূলক বাংলা, দৈনন্দিন বাংলা, প্রাতিষ্ঠানিক রচনা/ডকুমেন্টস/ নথি, সংবাদ বিজ্ঞপ্তি, সর্বশেষ সংবাদসহ কুশলাদি ও সংক্ষিপ্ত সংলাপ দ্রুত নির্ভুলভাবে অনুবাদ করা সম্ভব হবে। এই অনুবাদকের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ছাড়াও বাংলা থেকে স্প্যানিশ, ফরাসি, জার্মান, রুশ, মান্দারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, হিন্দি ভাষায় এবং উল্লিখিত ভাষাগুলোকে থেকে বাংলায় অনুবাদ করা যাবে। এই যান্ত্রিক অনুবাদক তৈরির জন্য প্যারালাল করপাস তৈরি করা যাবে যা পরবর্তীসময় রিসোর্স হিসেবে ব্যবহার করা যাবে। 

এর উল্লেখযোগ্য মডিউল হলো : মাল্টিলিংগুয়াল ওয়ার্ড-নেট প্যারালাম করপাস অ্যানোটেশন টুলসইউজার সাজেশন অ্যান্ড ভেরিফিকেশন মডিউল

ডেলিভারেবল

সার্ভার/ ব্রাউজার ভার্সন: স্ট্যান্ড-এলোন ভার্সনমোবাইল অ্যাপসএম এস অফিস অ্যাড-ইনসব্রাউজার প্লাগ-ইনডেভেলপার জন্য অ্যাপিআইইঞ্জিন ইউথ লানর্নড মডেলটেকনিক্যাল ডকুমেন্ট প্রভৃতি।

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *