প্রকল্পের মূল আউটপুট হবে একটি ইন্টিগ্রেটেড প্লাটফর্ম। এর মাধ্যমে মাধ্যমে এই প্রকল্পের সবগুলো সার্ভিস সংযুক্ত থাকবে । ব্যবহারকারীরা এই প্লাটফর্মেরমাধ্যমে ফ্রন্ট এন্ড গ্রাফিক্যাল ইন্টারফেসের মাধ্যমে সহজে বাংলা টেক্সট ভয়েস ইমেজ সংক্রান্ত সব সুবিধা পাবে । এই সার্ভিস প্লাটফর্ম এর প্রধান তিনটি মডিউল থাকবে তিনটি মডিউল একই ইন্টারফেসের মাধ্যমে প্রকল্প কর্তৃক সরবরাহকৃত ডোমেইন করা হোস্ট থাকবে।
মডিউল ১ রিয়েল টাইম ইন্টিগ্রেটেড সার্ভিস পাইপলাইন: এ সার্ভিস বলতে বোঝানো হচ্ছে প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্ট থেকে প্রাপ্ত ভাষা-প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন সুবিধা যেমন, ওসিআর । এর মাধ্যমে হাতের লেখা রিকগনিশন, স্টাইলাস প্যালেটের মাধ্যমে হাতের লেখা এ রিকগনিশন, ভয়েস টু টেক্সট, বিভিন্ন ভাষার টেক্সট ট্রান্সলেশন, গ্রামার ও স্পেল চেকার প্রভৃতি সার্ভিস।
সার্ভিস ডিস্ট্রিবিউশন এমনভাবে থাকবে যেন, বাংলা বা অন্য ভাষার ভয়েস বা টেক্সট যেভাবেই একজন ব্যবহারকারী ইনপুট দেন না কেন তা যেন এ প্রকল্পের আওতাভুক্ত সব সুবিধা সাইক্লিক অর্ডার বা ওয়ান টু কনভার্সন করে আউটপুট দিতে পারে। প্রকল্পের যেসব সুবিধা এই প্লাটফর্মে ইনপুট হিসেবে থাকবে তা হলো বাংলা কিবোর্ডের মাধ্যমে বাংলা টাইপ, চলমান বা রেকর্ডেড এ ভয়েসের মাধ্যমে টাইপ, ক্যামেরার ছবি ওসিআর করার মাধ্যমে টাইপ, প্যালেটের মাধ্যমে হাতের লেখা লিখে টাইপ, সাইন ল্যাংগুয়েজের মাধ্যমে টাইপ প্রভৃতি। এই প্লাটফর্ম থেকে আউটপুট হিসেবে যা পাওয়া যাবে তা হলো রিকগনাইজড ও ট্রান্সলেট টেক্সট, ভয়েস প্রভৃতি । অন্যান্য কম্পোনেন্টের ভেন্ডর কর্তৃক রিলিজকৃত অ্যাপিআই এই প্লাটফর্মে সার্ভিস প্রদানের জন্য কাজ করবে। মাল্টিপল অ্যাপিআই যুক্ত হয়ে পাইপলাইন এ হিসেবে এটি সার্ভিস প্রদান করবে।
মডিউল ২ রিসোর্স রিপোজিটরি ও অ্যাক্টিভিটি শেয়ারিং
এই রিসোর্স মানে বিভিন্ন কম্পোনেন্ট হতে এ অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভার্সন। এটি মূলত ডাউনলোড আপলোড বিভিন্ন কম্পোনেন্ট থেকে প্রাপ্ত পাবলিক রিলিজের জন্য উন্মুক্ত রিসোর্স।
যা প্রকল্পের ইউজার পলিসি ও লাইসেন্স’ অনুযায়ী ডিস্ট্রিবিউটেড । হবে। অধিকন্তু এতে বাংলাদেশের প্রচলিত পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের সুযোগ থাকবে; এই মডিউলে ডেভেলপার এবং রিসার্চারদের জন্য ব্লগ, বাগ ট্রাকিং, কোডিং ইস্যু নিয়ে থাকবে। ফলে মডিউলটি প্রজেক্টের বেইজ নলেজ হিসাবে কাজ করবে।
মডিউল ০৩ প্লাটফর্ম ওয়েবসাইট নিয়ন্ত্রণ ড্যাশবোর্ড:
এই মডিউলে বাকি তিনটি প্রধান মডিউল নিয়ন্ত্রণের ড্যাশবোর্ড থাকবে । এতে ফ্রন্টপেজ ও অ্যাডমিন প্যানেল জন্য উন্নত ড্যাশবোর্ড থাকবে । এতে আরো কিছু এ উইজেট যেমন, স্ট্যাটিস্টিকস (রিসোর্স লিস্ট ও ডাউনলোড), কমেন্টস ও রেটিং, রেজিস্ট্রেশন ও লগইন, মোস্ট রিডেড ব্লগ প্রভৃতি থাকবে