বাংলা ফন্ট ইন্টারোপারেবিলিটি ইঞ্জিন ‘রূপান্তর’ বাংলা ফন্ট এবং এনকোডিং সিস্টেম রূপান্তর করার জন্য তৈরি করা হয়েছে একটি ফন্ট ইন্টার-অপারেবিলিটি ইঞ্জিন (Font Interoperability Engine)। বাংলা ভাষাকে ডিজিটালাইজ করার ক্ষেত্রে, বিশেষ করে পুরোনো আসকি (ASCII) বাংলা টেক্সট কে ইউনিকোড (unicode) বাংলা টেক্সটে রূপান্তর – এর মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
এই সফটওয়্যারটি প্রচলিত অন্যান্য ফন্ট কনভার্টার থেকে স্বতন্ত্র। এর মাধ্যমে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গ, আসামের বাংলার পুরনো এনকোডিংগুলোকে ইউনিকোডে কনর্ভাট করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে পুরনো পদ্ধতিতে কম্পোজ করা ডকুমেন্টগুলো ইন্টারনেটে প্রকাশ উপযোগী করা যাবে।