ল্যাংগুয়েজ মডেল

 ল্যাংগুয়েজ মডেল

ব্যানব্রেইন: বাংলা ল্যাংগুয়েজ মডেল মানুষের মতোই কম্পিউটারের ভাষা জানার মূল কাজটি করে ল্যাংগুয়েজ মডেল। এটি আসলে একটি গাণিতিক আউটপুট যা করপাসকে বিভিন্ন কমপিউটিশনাল প্রক্রিয়ায় ট্রেনিং করানোর পর পাওয়া যায়। প্রকৌশলীরা তাদের কাজের ধরন অনুসারে ল্যাংগুয়েজ মডেল তৈরি করে থাকেন। ভাষার সকল কাজে পারদর্শী ল্যাংগুয়েজ মডেল তৈরি বেশ জটিল। তবে, এই প্রকল্পে ব্যানব্রেইন নামে যে ল্যাংগুয়েজ মডেলটি তৈরি হচ্ছে, সেটি বাংলা ভাষার ভার্চুয়াল প্রতিরূপ হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে। 

ব্যানব্রেইন মডেলটি অনেকগুলো বাস্তব সমস্যার (ডাউনস্ট্রিম টাস্ক) সমাধান দেবে। যেমন,   নেক্সট ওয়ার্ড/সেনটেন্স সাজেশন: একটি বাক্য দিলে তার পরবর্তী বাক্য অনুমান    করতে পারবে।  প্যারাফ্রেইজ আইডেনফিকেশন: কোনো লেখার মধ্যে অন্য লেখা থেকে নকল বা    প্রভাব রয়েছে কিনা চেক করে দিতে পারবে।  সিমানটিক সিমিলারিটি:  কোনো একটি বাক্যের সমার্থক বাক্য তৈরি করে দেবে।  কোয়েশ্চন আনসারিং: সিস্টেমকে প্রশ্ন করলে উত্তর বের করে দেবে। 

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *